Friday 10 February 2017

Durga Astottarasatanaam শ্রীশ্রীদুর্গাষ্টোত্তরশতনাম

দুর্গা ও নন্দী সংবাদ
নমোনমঃ চণ্ডীদেবী মঙ্গলদায়িনী ।
 জয় জয় মহামায়া ত্রিদিব-জননী ।।
 আমি অতি হীনমতি না জানি পূজন ।
 দয়া ক'রি দিও মাগো ও রাঙ্গা চরণ ।।
 ত্রিলোকতারিণী তারা অগতির গতি ।
 শ্রীচরণে স্থান দিও ওমা ভগবতী ।।
 জয় মা কৈলাসেশ্বরী শিবের শিবানী ।
 দীনহীন ডাকে তোমা ওগো নিস্তারিণী ।।
 নিজগুণে কর দয়া ওমা হররাণি ।
 মহেশ্বরী সর্ব্বপাপতাপ নিবারিণী ।।
 পাপবিনাশিনী দুর্গে জগতবন্দিনী ।
 সুফলদায়িকা যশঃ দেহি মে ভবানী ।।
 বিপদে কর মা ত্রাণ সঙ্কটহারিনী ।
 জগত জননী মাগো নরকবারিণী ।।
 হরপাশে বসি গৌরী কৈলাসশিখরে ।
 নানারূপ কন কথা হরিষ অন্তরে ।।
 হেনকালে নন্দী আসি দোঁহার সাক্ষাতে ।
 প্রণমিল উভয়েরে ভক্তিপূর্ণ চিতে ।।
 দয়াময়ী দুর্গা নামে কলঙ্ক শ্রবণে ।
 দাঁড়াইল সেই স্থানে বিষাদিত মনে ।।
 নন্দীরে হেরিয়া দেবী বিরস বদন ।
 হাসিমুখে সুধালেন তাহারে তখন ।।
 ঘটিয়াছে কিবা বাছা কহ মোর পাশ ।
 কি হেতু হয়েছ তুমি এরূপ হতাশ ।।
 দেবী বাক্য শুনি কহে শ্রীনন্দীকেশর ।
 দহিতেছে মাগো বড় এ পোড়া অন্তর ।।
 ছদ্মবেশে করি যবে পৃথিবী ভ্রমণ ।
 পাষাণী কহিল তোমায় যত নরগণ ।।
 মর্ত্ত্যবাসী সবে যত বলে পরস্পরে ।
 দুঃখহরা নাম সবে ভুল অতঃপরে ।।
 কে বলে করেন দুর্গা দুর্গতি নাশন ।
 দুর্গানামে ফলে এবে দারিদ্র্য পীড়ন ।।
 পাষাণী নামেতে মাগো বড় ব্যথা পাই ।
 দহিছে অন্তর মোর ভেবে শুধু তাই ।।
 জীবের দুর্গতি হেরি এনু তব পাশ ।
 কর দয়া জীবগণে ক'রনা নৈরাশ ।।
 দয়াময়ী মা তোমায় বলে সর্ব্বজন ।
 কর ত্রাণ নরগণে দিয়ে শ্রীচরণ ।।
 জীবের দুর্গতি হেরি পেয়েছি বেদন ।
 কর মা জীবের তুমি দুর্গতি মোচন ।।
 নাই কারো অন্নবস্ত্র ক'রিছে রোদন ।
 হা অন্ন হা অন্ন বলি কাঁপায়ে ভুবন ।।
 বড় ব্যথা পায় মাগো মর্ত্তবাসিগণে ।
 নাশহ তাদের দুঃখ ভিক্ষা শ্রীচরণে ।।
 শুনিয়া নন্দীর বাক্য কহেন শঙ্করী ।
 নরগণ পায় দুঃখ দেবতা পাশরি ।।
 অনাচারে পূর্ণ এবে হ'য়েছে ধরণী ।
 নিজ দোষে পায় দুঃখ আপনা আপনি ।।
 প্রভাতে উঠিয়া তারা দেবতা না স্মরে ।
 ধরাখানা সরা দেখে অহঙ্কার ভরে ।।
 যা হোক্ তা হোক্ বাছা কহি তব পাশ ।
 যাহাতে জীবের হবে দুর্গতি বিনাশ ।।
 অষ্টোত্তর শতনাম করিলে পঠন ।
 আমার নামেতে হবে দুর্গতি মোচন ।।
 ছদ্মবেশে যাও বাছা অবনী-মাঝার ।
 মম নাম আছে যত করগে প্রচার ।।
 মম নাম বাছা তুমি দাও জনে জনে ।
 নাম যেন লয় তারা ভক্তিপূর্ণ মনে ।।
'মা', 'মা' বলি আমারে যে ডাকে ভক্তিভরে ।
 সদা বাঁধা থাকি বৎস আমি তার ঘরে ।।
 শ্রীনন্দীকেশর কহে দেবী বাক্য শুনি ।
 শ্রীমুখেতে তব নাম বল গো জননী ।।
 করহ বর্ণনা নাম মাগো নিজ মুখে ।
 প্রচারিব মর্ত্ত্যলোকে আমি মন সুখে ।।
 অসংখ্য আমার নাম শুন বাছাধন ।
 অষ্টোত্তর শতনাম কহিব এখন ।।
 শ্রীদুর্গার নাম যে বা করিবে পঠন ।
 অবশ্য হইবে তার দুর্গতি মোচন ।।
 শুন বাছা যে গৃহেতে থাকে মোর নাম ।
 মম বরে হয় তার পূর্ণ মনস্কাম ।।
 নাম আরম্ভ
 জয় দুর্গা (১) দুঃখহরা (২) কৃতান্তদলনী (৩) ।
মহামায়া (৪) কালজায়া (৫) মাগো কাত্যায়নী (৬) ।।
জগত-জননী উমা (৭) ভবেশঘরণী (৮) ।
কর দয়া দয়াময়ী ত্রিদিব জননী (৯) ।।
কালরাত্রি করালিনী (১০) কপালমালিকে (১১) ।
কাতরে করুণা কর জয় মা কালিকে (১২) ।।
কীর্ত্তিবাসপ্রিয়া (১৩) মহারাত্রি মহোদরী (১৪) ।
মহারাণী সুরেশ্বরী (১৫) নমো মা শঙ্করী (১৬) ।।
ব্রহ্মাণ্ড জননী (১৭) তুমি শিবের শিবানী (১৮) ।
প্রণমামি পদে তব সত্যসনাতনী (১৯) ।।
কাতর দেখিয়া কৃপা কর মা ভবানী (২০) ।
অন্নপূর্ণা (২১) মহেশ্বরী (২২) জগততারিণী (২৩) ।।
সর্ব্বসুখদাত্রী মাগো তুমি ভগবতী (২৪) ।
কৃপা কর মহেশ্বরী (২৫) অগতির গতি ।।
 নমস্তে সর্ব্বাণী (২৬) মাগো ঈশানী (২৭) ইন্দ্রাণী (২৮) ।
ঈশ্বরী (২৯) ঈশ্বর জায়া গণেশজননী (৩০) ।।
উগ্রচণ্ডা (৩১) উমা অপরাজিতা (৩২) উর্ব্বশী (৩৩) ।
জয় মা রাজরাজেশ্বরী (৩৪) শিবে ষোড়শী (৩৫) ।।
মাতঙ্গী (৩৬) বগলে (৩৭) কল্যাণী কমলে (৩৮) গায়ত্রী (৩৯) ভুবনেশ্বরী (৪০) ।
সর্ব্ববিশ্বোদরী (৪১) শুভে শুভঙ্করী (৪২) ক্ষান্তি ক্ষেম ক্ষেমঙ্করী (৪৩) ।।
সহস্র স্বহস্তে ভীমে ছিন্নমস্তে (৪৪) মাতা মহিষমর্দ্দিনী (৪৫) ।
নিস্তার-কারিণী নরকবারিণা নিশুম্ভ-শুম্ভঘাতিনী ।।
 দৈত্য-বিনাশিনী শিব-সীমন্তিনী শৈলসুতে সুবদনী (৪৬) ।
বিরিঞ্চি-নন্দিনী (৪৭) পাপবিনাশিনী দিগম্বরের ঘরণী (৪৮) ।।
দেবী দিগম্বরী (৪৯) দুর্গে দুর্গে অরি কালিকে করাল কেশী ।
 শিবে (৫০) শবারূঢ়া চণ্ডী (৫১) চন্দ্রচূড়া ঘোররূপা এলোকেশী (৫২) ।।
শারদা (৫৩) বরদা (৫৪) শুভদা সুখদা অন্নদা (৫৫) কালিকে শ্যামা (৫৬) ।
মৃগেশবাহিনী (৫৭) মহেশ ভাবিনী (৫৮) সুরেশ বন্দিনী বামা ।।
 কামাক্ষা রুদ্রাণী (৫৯) হরা হররাণী (৬০) মনোহরা কাত্যায়নী ।
 শমনত্রাসিনী (৬১) অরিষ্টনাশিনী (৬২) দয়াময়ী দাক্ষায়ণী (৬৩) ।।
হের মা পার্ব্বতী (৬৪) ওমা ভগবতী আমি দীনহীন অতি ।
 কর মোরে দয়া ওগো মহামায়া জানি মোরে মূঢ়মতি ।।
 নমস্তে শঙ্করী শঙ্কর সুন্দরী (৬৫) শিবা শাকম্ভরী (৬৬) শ্যামা ।
 শিব-সহচরী (৬৭) মায়া মহোদরী (৬৮) মহেশ্বরী হররমা (৬৯) ।।
ত্রিতাপহারিণী (৭০) ত্রিগুণা-তারিণী গুণময়ী গুণাত্মিকে ।
 কৌষিকী কমলা করালী বিমলা (৭১) অভয়া (৭২) অম্বে অম্বিকে ।।
 ভবে ভবরাণী (৭৩) তরণী ভবানী ভাবিনী ভব-মনোহরা (৭৪) ।
ব্রহ্মাণী (৭৫) রুদ্রাণী কৌমারী সর্ব্বাণী ভয়ঙ্করী শিবকরা ।।
 শিব-নিতম্বিনী (৭৬) অরিষ্ট স্তম্ভিনী (৭৭) সুরাসুর নরধাত্রী (৭৮) ।
অপর্ণা (৭৯) অন্নদা (৮০) সর্ব্বাণী সারদা শিবে সর্ব্বসিদ্ধিদাত্রী (৮১) ।।
চামুণ্ডে (৮২) চণ্ডিকে নৃমুণ্ডমালিকে (৮৩) নারায়ণী (৮৪) শিবদারা (৮৫) ।
শাস্তি কান্তিকরী (৮৬) ক্ষমা ক্ষেমঙ্করী ত্রিলোকতারিণী তারা (৮৭) ।।
মহা মহেশ্বরী প্রিয়ে প্রিয়ঙ্করী (৮৮) শুভঙ্করী কপালিনী (৮৯) ।
জগতজননী মৃগাঙ্ক-আননী (৯০) ভীমে (৯১) নৃমুণ্ডমালিনী (৯২) ।।
গিরীন্দ্র নন্দিনী (৯৩) গিরীশ বন্দিনী (৯৪) গোমাতা গৌরী (৯৫) গান্ধারী ।
 গো-গজ জননী (৯৬) গজেন্দ্রগামিনী গীতা গোপেশকুমারী (৯৭) ।।
গোবিন্দ ভগিনী (৯৮) যোগেশ যোগিনী (৯৯) দৈবকী গর্ভস্রাবিণী ।
 পরা-পরায়ণী (১০০) দেবী দাক্ষায়ণী দক্ষযজ্ঞ বিনাশিনী (১০১) ।।
চন্দ্রে চন্দ্রচূড়া হরসিংহারূঢ়া (১০২) মতি মেনকা দুলালী (১০৩) ।
শ্রাস্তে চণ্ডিকা অশিব খণ্ডিকা ভদ্রকালী (১০৪) মহাকালী (১০৫) ।।
দানব কৃন্তিনী বৈষ্ণবী জম্ভিনী (১০৬) ভৈরবী বিজয়া জয়া (১০৭) ।
বল প্রমথিনী মন্মথমথিনী (১০৮) মহিষঘাতিনী দয়া ।।
 নমস্তে কালিকে কালভয়নিবারিণী ।
 জয় জয় সর্ব্বভূতে কল্যাণকারিণী ।।
 নমঃ কালী কালাকালে কালনিবারিণী ।
 মহাকাল মনোহরা মহেশ-মোহিনী ।।
 ত্রিলোচনা উমা ধূমা বিকলা বিমলা ।
 মুণ্ডমালা বিভূষণা ভৈরবী বগলা ।।
 দৈত্যবিনাশিনী মাতা মহিষমর্দ্দিনী ।
 মহামায়া মহেশ্বরী করুণাদায়িনী ।।
 কালরাত্রি করালিনী স্মরহর-প্রিয়ে ।
 রাখ মা চরণতলে কৃপা বিতরিয়ে ।।
 ত্বমেব শারদাশিবা শঙ্করী কমলা ।
 ত্বমেকা প্রকৃতি পরা মহিমা অচলা ।।
 বিশ্বকর্ত্রী শৈলপুত্রী স্কন্দমাত্রী ভীমা ।
 গায়ত্রী অনন্তশক্তি অনন্ত অসীমা ।।
 জগতে দায়িনী জয় জগদম্বা তারা ।
 যোগেশী যোগিনী জয়া যোগেশ্বর দারা ।।
 শত্রুজয়ী হয় তারা যে তোমারে স্মরে ।
 বিষম বিপদ হ'তে অনায়াসে তরে ।।
 দুর্গানামে দুঃখ হরে দিগম্বর কয় ।
 জনম মরণ নাশে যায় যমভয় ।।
 বিপদে যে দুর্গানাম বলে একবার ।
 নিশ্চয় চলিয়ে যায় বিপদ্ তাহার ।।
 দুর্গা বলি যেই জন ডাকে মনে প্রাণে ।
 সম্পদ্ বর্দ্ধিত হয় নামের স্মরণে ।।
 কর দয়া মহামায়া ওমা শিবরাণী ।
 যোড় করে যাচে ইন্দু চরণ দু'খানি ।।
 ইতি শ্রীশ্রীদুর্গার অষ্টোত্তর শতনাম সমাপ্ত

No comments:

Post a Comment